ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২২ মার্চ ২০২৩

ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। আর ভারতের আহমেদাবাদে ফাইনাল হবে ১৯ নভেম্বর।  

ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট সেটা জানাই ছিল। এবার জানা গেলো শুরু ও শেষের তারিখের পাশাপাশি ফাইনাল খেলার ভেন্যু। 

১০ দলের এই আসরকে সামনে রেখে প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ফাইনাল হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে। 

তিনটি নকআউটসহ ৪৮ ম্যাচের জন্য অন্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, রাজকোট, ইন্দোর ও মুম্বাইকে।

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত ৭টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি দলগুলো হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান,  ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।  

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি