ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

এগিয়ে থেকে শিরোপা নির্ধারণী লড়াইয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২২ মার্চ ২০২৩

সিরিজ নির্ধারণী ম্যাচে কাল বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও প্রথম ওয়ানেডে জিতে এগিয়ে টাইগাররা। শেষ ম্যাচের সেই ধারা অব্যহত রেখে সিরিজ বাগিয়ে নিতে চায় তামিম ইকবালের দল। 

এদিকে প্রথম দুই ম্যাচে নিজেদের তেমনভাবে মেলে ধরতে না পারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মারিয়া সফরকারীরা । সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 

ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে টিম-টাইগার্স। পঞ্চাশ ওভারের সিরিজ ফসকে গেলেও টি-টোয়েন্টিতে শতভাগ জয় পায় স্বাগতিকরা। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সাকিব-তামিমদের আগুনঝড়া পারফরম্যান্সে প্রথম ওয়ানডেতে রীতিমত ঝলসে যায় আয়রল্যান্ড।

দ্বিতীয় ওয়াডেতে আগ্রাসী ব্যাটিংয়ে রেকর্ড স্কোর গড়লেও শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ। তাই সিরিজ নির্ধারনী ম্যাচে পরিণত হয়েছে তৃতীয় ওয়ানডে। ছন্দ ধরে রেখে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টিম বাংলাদেশ।

টাইগাররা উন্নতির পথে আছে বলেছেন কোচ অ্যালান ডোনাল্ড। সেইসাথে ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। তবে সিলেটের স্পোটিং উইকেটে ব্যক্তিগত সংগ্রহটাকে আরো বড় কারার প্রত্যাশা তার।

পাহাড়সমান আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে আরো আগ্রাসী খেলেই সিরিজ জিততে চায় বাংলাদশে।

এদিকে, প্রথম দুই ওয়াডেতে বাজে পারফরম্যান্সের পরেও বৃষ্টির সহয়তায় সিরিজে ফেরার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। নিজেদের সেরাটা দিয়ে কুড়িয়ে পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে চায় সফরকারীরা।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি