ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বায়ার্নকে রুখে সেমিতে ম্যানচেস্টার সিটি

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ২০ এপ্রিল ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে ১-১ গোলে রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বায়ার্নের আধিপত্য থাকলেও শুরুতে এগিয়ে যায় সিটি। পরে গোলটি শোধ দিলেও প্রথম লেগে পিছিয়ে থাকায় বিদায় এড়াতে পারেনি বাভারিয়ানরা। 

অপর ম্যাচে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে শেষচার নিশ্চিত করেছে ইন্টার মিলান। 

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকেট নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। ছয়বারের শিরোপাজয়ীদের দুই লেগেই নাকানি চুবানি খাইয়ে স্বপ্ন জয়ের আরও কাছে পৌছে গেল পেপ গার্দওয়াল শিষ্যরা।

তিন গোলের ব্যবধান ঘোচাতে আলিয়েঞ্জ অ্যারেনায় শুরুতে আক্রমণের ঝড় তুলে বায়ার্ন মিউনিখ। তবে সে ঝড় ভালোভাবেই সামাল দিয়েছে সিটিজেননা। প্রথমার্ধে অনেকটা রক্ষণাত্মক খেলে বাভারিয়ানদের গোলবঞ্চিত রাখে দিয়াজ-আকেঞ্জিরা।

বিরতির পর পাল্টা আক্রমণে যায় ম্যানসিটি। ৫৭ মিনিটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও এবার আর কোনো ভুল করেনি গোলমেশিন আর্লিং হ্যালন্ড।

শেষদিকে পেনাল্টি থেকে গোলটি শোধ দিলেও কাজের কাজ হয়নি বায়ার্নের। প্রথম লেগের বড় হারে আসর থেকে ছিটকে যেতে হয় তাদের।

শেষচারে সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ১৩ বছরের শিরোপাখরা ঘোচানোর মিশনে বাধা হয়নি ইতালিয়ান জায়ান্টদের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি