ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

রোনালদোর গোলে আল নাসেরের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৪ মে ২০২৩

সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে টিতে থাকলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসের।

ঘরের মাঠে খেলা হলেও প্রথমদিকে সুবিধা করতে পারেনি আল নাসের। ২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় আল শাবাব। 

ম্যাচের ৪০ মিনিটে আরও একটি গোল হজম করে আল নাসের। তবে ৪ মিনিট পর এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েই বিরতিতে যায় রোনালদোরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আল নাসের। আর ৫৮ মিনিটে চোখ ধাঁধানো গোলে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

বাকি সময় এই লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি