ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

সৌদি ক্লাবের সঙ্গে নেইমারের চুক্তি সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৬ আগস্ট ২০২৩ | আপডেট: ১১:৪১, ১৬ আগস্ট ২০২৩

সৌদি আরবের ক্লাব আল হিলালের সাথে দুই বছরের চুক্তি সম্পন্ন করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের এই দলটি।

কয়েকদিন ধরের নেইমারের বলবদল নিয়ে গরম ছিল গণমাধ্যমেগুলো। অবশেষে এলো এটির আনুষ্ঠানিক ঘোষণা। 

আল হিলালের সাথে নেইমারের চুক্তির মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। 

৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আল হিলালে মৌসুমপ্রতি পাবেন ১৬ কোটি ইউরো। পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার।

আল হিলালে আরও কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি