ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মিয়ামিতে যোগ দেয়ার পর প্রথমবার জয় বঞ্চিত মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৩১ আগস্ট ২০২৩

আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর প্রথমবার জয় বঞ্চিত হলো লিওনেল মেসি। মেজর লিগ সকারে নাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে দুর্দান্ত খেলে মেসিরা। একের পর এক সুযোগ তৈরি করে তারা। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি দলটির। 

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে ৭০ শতাংশ বল দখলে রাখে ইন্টার মায়ামি। গোলমুখে শট নিয়েছে ১৩টি তবে জাল ছোঁয়াতে পারেনি একটিও। 

রক্ষণ দেয়াল আর নাশভিলের গোলরক্ষকের নৈপূন্যে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ডেভিড বেকহামের দলটির। আর যুক্তরাষ্ট্রের প্রথমবারের মত জয় পেতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। 

কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল ন্যাশভিল । সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল। 

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি