ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৩

চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে ১-১ এ সমতা আনলো ইংল্যান্ড।

বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে ৩৪ ওভারে খেলা হয়। কার্টেল ওভারের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। 

সেখান থেকে দলকে টেনে তোলেন লিয়াম লিভিংস্টোন। তার ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৫ রানের সুবাদে ৭ উইকেটে ২২৬ রান তোলে ইংলিশরা। 

জবাবে মিচেলের ফিফটির পরও ১৪৭ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। যদিও সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে এগিয়ে ছিল কিউইরা। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি