ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

লঙ্কান দুই স্পিনারের দাপটে ২১৩ রানে গুটিয়ে গেল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ২০:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২১৪ রানের টার্গেট দিয়েছে ভারত। আগেরদিন পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটেই ৩৫৬ রানের পাহাড় গড়েছিল ভারত। সেই ভারত লঙ্কান দুই স্পিনারের দাপটে ৪৯.১ ওভারে ২১৩ রানে গুটিয়ে গেছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ভারত।

ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় ভারত। কিন্তু রোহিত শর্মা আর শুভমান গিলের ৮০ রানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা। 

গিল ১৯ করে ওয়াল্লেলাগের বলে বোল্ড হন। এরপর বিরাট কোহলিকে ৩ রানেই সাজঘরের পথ দেখান লঙ্কান বাঁহাতি স্পিনার।

রোহিত শর্মা হাফসেঞ্চুরি পেয়েছেন। তাকেও বোল্ড করেছেন ওয়াল্লালাগে। ৪৮ বলে রোহিতের ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছক্কার মার।

এছাড়া ইশান কিশান (৩৩) আর লোকেশ রাহুল (৩৯) জুটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের কেউ আর দাঁড়াতে পারেননি। শেষদিকে অক্ষর প্যাটেলের ২৬ রানে দুইশ’ পার করে ভারত।

ওয়াল্লালাগে ৪০ রানে ৫টি আর আসালাঙ্কা ১৮ রানেই নিয়েছেন ৪টি উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি