ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগারদের হার

আবু হোরায়রা তামিম

প্রকাশিত : ০৮:৫৩, ৩ অক্টোবর ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা। ম্যাচের ওভার কমে আসে ৩৭ ওভারে। প্রথমে ব্যাট করে মিরাজের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৮৮ রান তোলে বাংলাদেশ। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯৭ রানের টার্গেট পায় ইংল্যান্ড। ৪ উইকেট ও ৭৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। 

মাহমুদুল্লাহর বলে জো রুট ২ রান নেয়ার সাথে সাথে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। মাত্র ৪ ওভারে হাফ সেঞ্চুরি ও ১০ ওভারে শতরান পার করে তারা। তবে ১০৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াই করার মানসিকতা এনে দেন মোস্তাফিজ ও শরিফুল।  

এরপর হেরি ব্রোককে দ্রুতই ফেরান হাসান মাহমুদ। তবে জো রুটের ২৬ ও মঈন আলীর ৫৬ রানে ভর করে ৬ উইকেটে ১৯৭ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড। 

মুস্তাফিজুর রহমান ২টি, হাসান মাহমুদ-শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ১টি করে উইকেট নেন। 

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ টাইগার ব্যাটাররা। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না লিটন দাস। ৫ রানে আউট হয়েছেন এই ওপেনার। লিটনের পাশাপাশি ব্যর্থ এ ম্যাচের অধিনায়ক শান্তও, করেছেন ২ রান।  

তানজিদ তামিম ভালই খেলছিলেন। ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন এই ওপেনার। তবে হাফ সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ৮৯ বলে ১০ চারে ৭৪ রান করেন মিরাজ। 

আর মাহমুদুল্লাহ ১৮ রান করলে ৯ উইকেটে ১৮৮ রান তোলে বাংলাদেশ। 

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি