ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

বিশ্বকাপ: ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৫ অক্টোবর ২০২৩

মাঠে গড়াল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচের টস জিতে প্রথমে বোলিং নিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।

ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছে জস বাটলারের দল। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি আউট করলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে। ইনিংসের অষ্টম ওভারের ৪র্থ বলে ম্যাট হেনরির আউট সুইঙ্গার বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ল্যাথামের হাতে ক্যাচ দিলেন মালান। ২৪ বল খেলে তিনি করেন ১৪ রান। 

এরপর স্যাটনারের শিকার হন জনি বেয়ারস্ট্রো। ৩৫ বল মোকাবেলায় ৩৩ রান করে মিচেলের তালু বন্দি হন এই ইলিংশ ওপেনার। 

ওয়ান ডাউনে নামা হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র। ১৬ বল মোকাবেলায় ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ২৫ রান করেন ব্রুক। মইন আলী আউন হন ১১ রান করে। গ্লেন ফিলিপসের বলে সরাসরি বোল্ড ইংলিশ অলরাউন্ডার।

এ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২১ ওভার শেষে ১১৮ রান। 

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি