ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

বড় হারে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া বার্সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১১ ডিসেম্বর ২০২৩

স্প্যানিশ লা লিগায় জিরোনার কাছে হার মানলো বার্সেলোনা। ৪-২ গোলের বড় হারে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া করলো কাতালানরা।

ঘরের মাঠে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। সেই সুযোগে ১২ মিনিটেই এগিয়ে যায় জিরানো। 

৭ মিনিট পর সমতায় ফিরলেও ৪০ মিনিটে আবারও পিছিয়ে পড়ে জাভির শিষ্যরা। বিরতির পর গোল শোধ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। 

উল্টো ৮০ মিনিট ও যোগকরা সময়ে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 
শেষদিকে গুন্দয়ানের গোলে হারের ব্যবধান কিছুটা কমায় বার্সেলোনা। এই প্রথমবারের মতো লা লিগার ম্যাচে বার্সেলোনাকে হারাল জিরোনা।

১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট হলো ৪১। আসরে স্রেফ একটি ম্যাচ তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। সমান ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি