ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ওটা অন্য রুবেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রুবেল হোসেনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল ‘ছেলেটির রেকর্ড ভালো নয়’। তাই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে যায় ক্রিকেটার রুবেল হোসেনের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন প্রমাণের চেষ্টা করছে সেই রুবেল এই রুবেল নয়।

দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো ই-মেইলে জানানো হয়, ‘রুবেল হোসেন’ সম্পর্কে খোঁজখবর নিয়ে তারা যা জেনেছে, তা ভালো নয়। এই নামের এক বাংলাদেশি এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রতারণামূলক কোনো অপরাধ করেছেন। নামটি তাই সে দেশের ইমিগ্রেশন কালো তালিকাভুক্ত করে রেখেছে।

তবে বিসিবি এখন প্রমাণের চেষ্টা করছে, দক্ষিণ আফ্রিকা যে রুবেল হোসেনের কথা বলছে, সেই রুবেল হোসেন ক্রিকেটার রুবেল হোসেন নন। বিষয়টি তাদের বোঝাতে পারলেই হয়তো দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সুযোগ হবে পেসার রুবেলের।

বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এ ব্যাপারে জানান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করে বিসিবির পক্ষ থেকে তারা বোঝানোর চেষ্টা করছেন ক্রিকেটার রুবেলের দক্ষিণ আফ্রিকায় কোনো বাজে রেকর্ড নেই। বোঝাপড়াটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই ও দক্ষিণ আফ্রিকা চলে যাবে রুবেল।

ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি