ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

মমিনুলের অর্ধশতকে লড়ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০০, ১ অক্টোবর ২০১৭

পচেফস্ট্রম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করছে সফরকারী বাংলাদেশ। মমিনুলের অর্ধশতকের ওপর ভর করে ২১৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। হারিয়েছে চারটি উইকেট।

ব্যক্তিগত ৩৯ রানে আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটে এসেই দারুণ ইতিবাচক খেলছেন মাহমুদউল্লাহ। খেলছেন ওয়ানডে ঘরানার শট। একটু ঝুঁকিপূর্ণ, তবে এখনও পর্যন্ত বেশ কার্যকর। রানও উঠছে ওয়ানডে গতিতে। মমিনুলের সাথে গড়েছেন ৬০ রানের জুটি। পঞ্চম উইকেট জুটির পঞ্চাশ রান হয়েছে ৬৩ বলে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করেছে মুশফিক বাহিনী। মধ্যাহ্ন বিরতির পর ব্যক্তিগত ৭২ রানে ক্রিজে নামবেন মমিনুল হক সৌরভ। আর ব্যক্তিগত ২৬ রানে তাকে সঙ্গ দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৬৮ রান নিয়ে খেলছেন মুমিনুল, ৩৮ বলে ২৬ রান নিয়ে মাহমুদউল্লাহ। দুজনের জুটির রান ৫৬।

এর আগে টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

 

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি