ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমলার পর ডু প্লেসিরও সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:০৩, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হাশিম আমলার পর তিন অঙ্কের দেখা পেয়েছেন প্রোটিয়া দলপতি ফাফ প্লেসিসও। দক্ষিণ আফ্রিকার ইনিংসে এটি চতুর্থ সেঞ্চুরি। টাইগার বোলারদের শাসন করে ওয়ানডে মেজাজে খেলছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। গতকাল সেঞ্চুরি পেয়েছিলেন এইডেন মার্করাম (১৪৩) ও ডিন এলগারও (১১৩)।

বৃষ্টির কারণে আজ আধাঘন্টা পর দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। সকালে নেমেই শতক পূর্ণ করেন হাশিম আমলা। টেস্ট ক্যারিয়ারে এটি আমলার ২৮তম সেঞ্চুরি। সেঞ্চুরির সংখ্যায় আমলা ছাড়িয়ে গেলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯৫ রান। আমলা ১১৪ ও ডু প্লেসিস ১০৩ রানে ব্যাট করছেন। বলা যায়, রানের পাহাড়ই গড়তে যাচ্ছে ফাফ ডু প্লেসিসের দল।

শুভাশিষ রায় ২টি ও রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।

/এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি