ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাসরি বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখল পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৫৮, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ক্রিস্টিয়ানো রোনালদো ও আন্দ্রে সিলভার গোলে ২-০ ব্যবধানে স্বাগতিক অ্যান্ডোরাকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলার আশা বাচিঁয়ে রেখেছে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধে নামেননি সিআর সেভেন। দ্বিতীয়ার্ধে নেমে গোলের দেখা পান। ৬৩ মিনিটে রোনালদো করেন এবারের বিশ্বকাপ বাছাঁইপর্বে তার ১৫তম গোলটি। তার অনুপ্রেরণায় জ্বলে উঠে গোটা দল। গোলের দেখা পেলেন আন্দ্রে সিলভাও।  

৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। এ জয়ে নয় ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। মঙ্গলবার সুইজারল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলবে ইউরো চ্যাম্পিয়নরা।

ইউরোপ থেকে বাছাইপর্বের ৯ গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল যাবে রাশিয়া বিশ্বকাপে।

 

/এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি