ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

অনুমোদন পাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫৩, ১০ অক্টোবর ২০১৭

বহুল আলোচিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুমোদন পেতে যাচ্ছে এ সপ্তাহেই। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসির সভায় চলতি সপ্তাহের শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। আইসিসির গভর্নিং বডি এই চ্যাম্পিয়নশিপ চালুর ব্যাপারে একমত হয়েছে।

টি-টোয়েন্টির জমানায় টেস্ট ফরম্যাটকে জনপ্রিয় করা এবং সব টেস্ট খেলুড়ে দলগুলোকে সমান সংখ্যক ম্যাচ খেলার সুযোগ দেওয়াই এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য।

জানা গেছে, এই চ্যাম্পিয়নশিপটি হবে র‌্যাংকিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে। অর্থ্যাৎ টেস্টের ১০ নম্বর দল জিম্বাবুয়ে ছাড়াও নতুন সদস্য আফগানিস্তান এবং আয়ারল্যান্ড খেলতে পারছেনা এই চ্যাম্পিয়নশিপ। তাই বলা যায় টেস্ট চ্যাম্পিয়নেও রয়ে যাচ্ছে কিছু সীমাবদ্ধতা। সম্ভাব্য ২০১৯ সাল থেকে ২ বছরের জন্য এই লিগ শুরুর প্রস্তাবনা আছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শুক্রবারই।

দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে এই আন্তর্জাতিক লিগ অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ৪ দিনের টেস্ট অনুষ্ঠিত করার প্রস্তাব দিয়েছিল আইসিসিকে। আইসিসি অবশ্য সেটা উড়িয়ে দিয়েছে। ক্রিকেটের টেস্ট ফরম্যাটের ঐতিহ্য ধরে রাখতে চায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি