ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুশফিকের কথা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে : পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫২, ১০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টেস্টেই টস জিতে বোলিং করেছে বাংলাদেশ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে চারিদিকে নানা সমালোচনা চলছে। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া একদিনে ৪২৮ রান তোলে। দিনশেষে সংবাদ সম্মেলনে টস নিয়ে প্রশ্নের জেরে মুশফিক বলেন, “টস জেতাটাই ভুল হয়ে গেছে…।”

 এর প্রতিক্রিয়ায় সোমবার একটি অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, ‘ও যেসব মন্তব্য করছে, সেটা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে। টস নিয়ে কোনো অধিনায়ক সংবাদমাধ্যমে এ ধরনের কথা বলতে পারে না। এটা দলের জন্য ভালো হচ্ছে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে দুর্দান্ত জয়ের পর টেস্ট দলের উচ্ছসিত প্রশংসা চলে দেশজুড়ে। কিন্তু  চট্টগ্রামে হারের পর থেকেই চলছে নানা সমালোচনা।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে আকস্মিক ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে মুশফিকের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে অনেক। সেদিন মুমিনুল হককে কেন চার নম্বরে নামানো হলো না? চারে তো মুশফিক নিজেও নামতে পারতেন? মুশফিক অবশ্য সোজাসাপ্টা জানিয়েছেন, ১২০ ওভার উইকেটকিপিং করে তার পক্ষে চারে ব্যাট করা সম্ভব নয়।

তারপর তিনি জানান, এখন সবকিছু যেমন চলছে, সেটা তার একার সিদ্ধান্তে হচ্ছে না। টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে, সেভাবেই দলে থাকতে প্রস্তুত মুশফিক।

অধিনায়কের এ কথা শুনে পরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন,  ‘আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কিপিং করবে কি না। এটাও জিজ্ঞেস করেছিলাম, ও চারে ব্যাট করতে আগ্রহী কি না। কিন্তু ও তো নামেনি। ও তো ওর সিদ্ধান্তেই নেমেছে। তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানে কী?’ ওই সময় মুশফিকের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন বিসিবি প্রধান  ‘একটা কথা বলে রাখি, সমস্যাটা মুশফিকের। মাশরাফি অধিনায়কত্ব করে না? ও কখনো এমন সমস্যায় পড়েনি। সাকিব কখনো এমন সমস্যায় পড়বে না, লিখে দিতে পারি।’

দক্ষিণ  আফ্রিকা সফরে অধিনায়ক হয়েও বাউন্ডারিতে ফিল্ডিং প্রসঙ্গে মুশফিক বলেছিলেন, ‘কোচরা চেয়েছেন বাইরে ফিল্ডিং করি। টিম ম্যানেজমেন্ট যেটা বলবে, সেটাই তো করতে হবে।’

এর প্রতিক্রিয়ায় নাজমুল হাসান আজ বলেন, ‘সে কোথায় ফিল্ডিং করবে, সে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ছিল না। সিদ্ধান্তটি ছিল তার ব্যক্তিগত। কেউ চাপিয়ে দেয়নি।’

সংবাদমাধ্যমের সামনে রাখঢাক না রেখেই মুশফিক যেসব মন্তব্য করেছেন, তা ভালোভাবে নিতে পারেনি বিসিবি। তবে শেষমেশ তিনি বলেন,  ‘মুশফিককে সরিয়ে দেব-এটা বোর্ডের কোনো সিদ্ধান্ত নয়। আমরা যদি মনে করি, নেতৃত্ব ছেড়ে দিলে ওর জন্য ভালো হলে হবে, আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আপাতত: কোনো সিদ্ধান্ত হয়নি।’

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি