ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

নেইমারদের কাছে উড়ে গেল জাপান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১১ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরেছে এশিয়ান জায়ান্ট জাপান। ব্রাজিলের হয়ে গোল করেছেন নেইমার, মার্সেলো ও গ্যাব্রিয়েল জেসুস। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তোমোয়াকি মাকিনো।

জাপানের মাঠে ম্যাচের ১০ম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন পিএসজি তারকা নেইমার। বক্সের মধ্যে ফার্নান্দিনহোকে জাপানের গোল রক্ষক ফিজি কাওয়াসিমা বাজেভাবে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। ১৭ মিনিটে আরও একবার পেনাল্টি পায় ব্রাজিল। তবে সে পেনাল্টি থেকে গোল করতে পারেননি নেইমার। ব্রাজিল পেনাল্টি মিস করলেও ওই মিনিটেই এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ শটে জাপানের জালে বল জড়িয়ে দেন মার্সেলো।

৩৬ মিনিটে গোল করে প্রথমার্ধেই ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৬৩ মিনিটে গোল করে ব্যবধান কমান জাপানের তোমোয়াকি মাকিনো। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন নেইমাররা

সূত্র : গোলডটকম

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি