ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

আগুয়েরোর গোলে আর্জেন্টিনার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১২ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে স্বাগতিক রাশিয়াকে পরাজিত করেছে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে দারুণ এক হেডে স্বাগতিক রাশিয়ার জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার।

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়াকে দিয়েই শক্তিশালী একাদশ গঠন করেন কোচ হোর্হে সাম্পাওলি। তবে গোলের দেখা পেতে ৮৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার। মেসিদের শক্তিশালী আক্রমণভাগকে ঠেকিয়ে রেখেছিল রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফেভ। একের পর এক গোল মিসের মহড়া দিতে দিতে শেষ মুহূর্তে এসে সার্জিও আগুয়েরোর হেড সফলতার মুখ দেখে আলবিসেলেস্তেরা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ গোলের সুবাধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হার্নান ক্রেসপোর সঙ্গে তিন নম্বরে উঠে এসেছে আগুয়েরো। দু`জনের গোল সংখ্যা এখন ৩৫টি করে। তার সামনে রয়েছেন কেবল লিওনেল মেসি ৬১টি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৫৪টি।

 

সূত্র : গোলডটকম

এমআর / এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি