ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ওপেন শেষ নাদালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০৬, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

 

অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ পারফরমেন্স করতে থাকা টেনিসের শীর্ষ তারকা রাফায়েল নাদালের স্বপ্নটা একেবারে শেষের দিকে এসে ভেঙ্গে গেল। খেলার মাঝপথে ডান পায়ে চোটে পেয়ে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।

বিশ্ব টেনিসের এই নাম্বার ওয়ান তারকা মেলবোর্ন পার্কের ওই ম্যাচটিতে শুরু থেকেই দারুণ খেলছিলেন। তবে দ্বিতীয় স্পেলে কিছুটা পিছিয়ে ছিলেন। তৃতীয় সেটে আবারও লড়াই চালিয়ে যান বিশ্ব টেনিসের নাম্বার ওয়ান এই তারকা। দারুণ খেলতে থাকা মারিন সিলিচ ৩-৬, ৬-৩, ৬-৭, ৬-২, ২-০ গেমে এগিয়ে ছিলেন স্প্যানিশ এই কিংবদন্তীর বিপক্ষে। তবে খেলার একেবারে শেষ দিকে পায়ের ইনজুরিতে পড়েন নাদাল। এরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান নাদাল।

নাদালের বিদায়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ। শেষ চারে তিনি লড়বেন ব্রিটেনের কাইল এডমুন্ডের সঙ্গে। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন যেন ঘটেই চলেছে। এর আগে দক্ষিণ আফ্রিকান নবাগত টেনিস তারকা কাইল এডমুন্ডের কাছে হেরে বিদায় নিয়েছেন।

সুত্র: এএফপি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি