ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সিলভা-মেন্ডিসের সেঞ্চুরিতে এগোচ্ছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কুশল মেন্ডিস গতকাল ব্যক্তিগত ৪ রানে স্লিপে এ দুজনের হাতে প্রথম ‘জীবন’ পেয়েছিলেন। ব্যক্তিগত ৫৭ রানে দ্বিতীয় ‘জীবন’ পেয়েছিলেন ইমরুলের হাতে। সেটা অবশ্য বেশ কঠিন ক্যাচ ছিল। কিন্তু টেস্টে স্লিপ ফিল্ডারদের কাছ থেকে এমন ক্যাচ তো আশা করাই যায়। ইমরুল সেই আশা পূরণ করতে না পারায় আশা পূরণ হলো মেন্ডিসের। ২৩তম জন্মদিনে মেন্ডিস তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি!সিলভা-মেন্ডিসের সেঞ্চুরিতে এগোচ্ছে শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৬১ রান। ব্যাট করছিলেন ধনঞ্জয়া ডি সিলভা (১৫১*) ও মেন্ডিস (১১১*)। ধনঞ্জয়া দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন।

তৃতীয় দিনে মোস্তাফিজের করা তৃতীয় ওভারেই স্লিপে সুযোগ দিয়েছিলেন মেন্ডিস। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্লিপের মাঝ দিয়ে বল দড়ির ওপাশে চলে যায়। মোস্তাফিজ শুরুতে ভালো বোলিং করে দুটি ‘হাফ চান্স’ তৈরি করলেও বাংলাদেশের ফিল্ডাররা তা কাজে লাগাতে পারেননি। উল্টো ধনঞ্জয়া-মেন্ডিসের অবিচ্ছিন্ন এই জুটি চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্টে দ্বিতীয় উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি