ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

এক যুগ পর ক্যাচ ধরলেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় ১২ বছর পর নিজের টেস্ট ক্যারিয়ারে ফিল্ডার হিসেবে দ্বিতীয় ক্যাচ ধরলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মূলত উইকেটরক্ষক হিসেবেই পরিচিতি মুশফিকের। কিন্তু ফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মুশি।

২০০৬ সালের মার্চে বগুড়ায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ফিল্ডার হিসেবে প্রথম ক্যাচ ধরেন মুশফিক। ঐ টেস্টে শ্রীলংকার প্রথম ইনিংসে মোহাম্মদ আশরাফুলের বলে প্রতিপক্ষের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ধরেছিলেন মুশি।

এরপর দীর্ঘ ১২ বছর পর, আজ আবারো ফিল্ডার হিসেবে ক্যাচ ধরলেন মুশফিক। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ব্যাটসম্যান ও ফিল্ডার হিসেবে খেলতে নামেন তিনি। শ্রীলংকার প্রথম ইনিংসে ও ম্যাচের তৃতীয় দিন, আজ প্রতিপক্ষের ওপেনার কুশল মেন্ডিসের ক্যাচ নেন মুশফিক। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে মিড-অনে ক্যাচ নেন ৫৯ টেস্ট খেলা মুশফিক। এতেই ১৯৬ রানে থেমে যেতে হয় বার্থডে বয় মেন্ডিসকে।

সূত্র: বাসস

 আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি