ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

ইমরুলের পরে বিদায় নিলেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮


শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ইমরুলের বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙলেও একই পথ ধরেন তামিমও। পানি বিরতির পর প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দিলরুয়ান পেরেরার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল কায়েস।

অফ স্পিনারের বলে প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন ইমরুল। ঠিক মতো শট খেলতে পারেননি। স্কয়ার লেগে সহজ ক্যাচ যায় দিনেশ চান্দিমালের কাছে। ৪৮ বলে ১৯ রান করে ফিরেন ইমরুল।

অপরদিকে তামিম আউট হন ৪১ রান করে।
যদিও খুব অত্যাশ্চর্য কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্ট ড্র না হওয়ার কোনো কারণ নেই। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং নিয়ে বহুদিনের পুরনো প্রশ্নটা রয়েই যায়। টানা আড়াই দিন উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা। ৯ উইকেটে ৯১৩ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে দিনেশ চান্দিমালের দল। ২০০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ অবস্থায় ম্যাচ বাঁচানোটা জরুরি হলেও সহজ নয়।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি