ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দুঃসংবাদ শোনালেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শিগগিরই ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। বিসিবি আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ১৫ জনের যে দলটা দিয়েছে, তাতে অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ। সাকিবের আঙুলের যে চোট, সেটা নিয়ে আপাতত কোনো সুসংবাদ নেই।

সাকিব খেলায় কবে ফিরবেন এখনই বলা যাচ্ছে না। বিসিবির সিনিয়র ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বললেন, ‘সাকিবের দ্রুত উন্নতি হচ্ছে। তবে ওকে যে সার্জন দেখছেন, তিনি ভারতে গেছেন ছুটি কাটাতে। ১০ তারিখে তাঁর ফেরার কথা। তিনি যদি দেখেন ঘা শুকিয়ে গেছে আর ব্যান্ডেজের প্রয়োজন না হয়, তবে ১০ তারিখের পর তিন-চার দিন লাগতে পারে সাকিবের ফিরতে।’

দেখা যাচ্ছে সাকিবের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করতেই লেগে যেতে পারে ১৩-১৪ ফেব্রুয়ারি। যেহেতু কনিষ্ঠ আঙুলের চোট, শুরুতে বোলিং করতে পারলেও ব্যাট ধরতে আরেকটু সময় লাগবে। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি। প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

দেবাশীষ চৌধুরী বললেন, সাকিবের চোট নিয়ে কোনো ঝুঁকিই নেবে না বাংলাদেশ, ‘সবকিছু নির্ভর করছে ওর সেরে ওঠার ওপর। আমরা কোনো ঝুঁকি নেব না। ওকে জোর করব না। পুরো সেরে উঠলেই সে খেলবে।’

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি