ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪

ছেলে সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম একটি ফুটফুটে ছেলে সন্তানের বাবা হয়েছেন। মুশফিকের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে মুশফিকের বাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন!!!’

মুশফিকুর রহীম যে বাবা হচ্ছেন এ সংবাদ আগেই জানা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে মুশফিক স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ড। ওই সময় জানা গিয়েছিল তিনি শিগগিরই বাবা হচ্ছেন। 

এদিকে সন্তান ভুমিষ্ট হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরেন মুশফিক।

এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি