ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

‘মাশরাফি টেস্ট খেলতে পারবেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেটের ‘নায়ক’ মাশরাফি বিন মর্তুজার পছন্দ টেস্ট ফরমেট। টেস্ট দিয়েই ক্যারিয়ার শুরু তার। কিন্তু সেই পছন্দের জায়গাটিই হারিয়ে ফেলেছেন এই সেনাপতি। পারফরমেন্সের কারণে নয়; বারবার ইনজুড়িতে পড়ার কারণে।
এটি সবারই জানা। তবে যেটি নতুন খবর সেটি হচ্ছে মাশরাফি চাইলে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন। এমন সার্টিফিকেট খোদ অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংয়ের। ‍যিনি মাশরাফির শরীরে ছয় বার ছুরি চালিয়েছেন।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবির চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কর্মশালা করেন ইয়াং। কর্মশালা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের সাক্ষর সম্বলিত একটি ব্যাট উপহার দেয়া হয় এই চিকিৎসককে।
গতকালই ৩৪ বছর বয়সী মাশরাফি সম্পর্কে রোমাঞ্চকর তথ্য দিয়েছেন ডেভিড ইয়াং। বললেন আবার টেস্ট ক্রিকেট খেলতে পারবেন `নড়াইল এক্সপ্রেস`। মাশরাফি টেস্ট ক্রিকেটে ফিরতে পারবে কি না এমন প্রশ্নের উত্তরে ডেভিড ইয়ং বলেন. দলের প্রয়োজনে টেস্ট খেলতে পারবে।
২০১১ সালে শেষবার অস্ত্রোপচার করার পর মাশরাফিকে আর বড় কোনো ইনজুরিতে পড়তে হয়নি।
ডেভিড ইয়াং মাশরাফির বেশ আস্থাভাজন। তার কাছেই যে ছয় ছয়বার সফল অস্ত্রোপচার করান টাইগার অধিনায়ক। তার সম্পর্কে মাশরাফি বলেন, এখন অবস্থা এমন হয়েছে, হাঁটু বা এই ধরণের কোনো সমস্যায় পড়লে অন্য কারো কাছে যেতে অস্বস্তিবোধ করি। শুধু আমি না আমাদের অনেক ক্রিকেটারই এই ধরণের সমস্যায় তার কাছেই যাই।
টেস্ট ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু মাশরাফি বিন মর্তুজার। ২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদা পোশাকে প্রথম মাঠে নামেন মাশরাফি। সবশেষ টেস্ট খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৯ সালে। এরপর আর তার আন্তর্জাতিক টেস্ট খেলা হয়নি। ৩৬ টি টেস্ট খেলে মাশরাফির উইকেট ৭৮টি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে মাঠে নেমে নিজের জাত চিনিয়েছেন মাশরাফি। এরপর থেকেই তাকে আবার দলে ফেরানোর আলোচনা শুরু হয়।
সূত্র : বিবিসি ও ক্রিকইনফো।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি