ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ডি মারিয়ার হ্যাটট্রিকে কোয়ার্টারে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দলের সেরা তারকা নেইমারের অভাব বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। দ্বিতীয় সারির ক্লাব সোশোর বিপক্ষে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর তার হ্যাটট্রিকের উপর ভর করে মঙ্গলবার রাতে সোশোকে ৪-১ গোলে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে উনাই এমেরির দল। দলের হয়ে বাকি গোলটি করেন এডিনসন কাভানি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় পিএসজির। প্রথম মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। ফরাসি তারকা এমবাপের বাড়ানো বল হেডে জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা। তবে এই এগিয়ে থাকাটা বেশিক্ষণের জন্য ছিল না। ম্যাচের ১৩ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন মার্টিন।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। ম্যাচের ২৭ মিনিটে ফের এগিয়ে যায় সফরকারী দলটি। ২৭ মিনিটে ফের এগিয়ে যায় পিএসজি। এসময় গোল করে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। এতে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই মুহুর্মুহু আক্রমণে সোশোকে চেপে ধরে পিএসজি। ম্যাচের ৫৭ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে জড়ান। আর ৬২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন এ আর্জেন্টাইন উইঙ্গার। এদিকে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন পিএসজির জার্মান গোররক্ষক কেভিন ট্রাপ। বাকি সময় আর কোন গোলের দেখা পায়নি কোন দল।শেষ পর্যন্ত ৪-১ গোলের উড়ন্ত জয়ে ফরাসি কাপের কোয়ার্টারে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়েন মারিয়ারা।

সূত্র: গোল ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি