ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নয় উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট করছে শ্রীলঙ্কা। টাইগারদের বোলিং তোপে নয় উইকেট হারিয়ে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা।

চার বছর পর টেস্ট দলে ফিরে নিজের তৃতীয় ওভারেই সাফল্য পেয়েছেন আবদুর রাজ্জাক। ফিরিয়ে দিলেন দিমুথ করুনারত্নেকে। সাফল্যটি আসে ম্যাচের ষষ্ঠ ওভারে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিয়ে এই অভিজ্ঞ স্পিনার মাঠে নেমেই সফলতা পেয়েছেন। ৩ রান করে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে।

অপরদিকে ১৭তম ওভারে ধনঞ্জয় ডি সিলভার উইকেটও তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর : ২০৯/৯।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আর টস-ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। এবার টস জিতে শ্রীলঙ্কা নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাহমুদউল্লাহদের।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০১৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম একাদশে ফিরেছেন সাব্বির রহমান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবদুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, রোশান সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, ধনুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমল।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি