ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

টপ অর্ডারের ব্যর্থতায় দিন শেষ করলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম আর মুস্তাফিজুরের দারুণ বোলিংয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তবুও স্বস্তিতে নেই টাইগাররা। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার পরই ব্যর্থতার দেখা পায়। দলীয় মাত্র ৪ রানের মাথায় পতন ঘটলো বাংলাদেশের প্রথম উইকেটের।

ইনিংসের দ্বিতীয় ওভারেই খামখেয়ালিপনা করতে গিয়েই চট্টগ্রাম টেস্টের নায়ক এবং টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুমিনুল হকের বিদায় ঘণ্টা বাজে। আর এতেই দেখা গেলো এ বিভীষিকাময় উইকেটের খেলা। মাত্র ৫৬ রান তুলতেই টপ অর্ডারের চার সেরা পারফর্মারকে হারায় বাংলাদেশ। দিন শেষে ঢাকা টেস্টে ১৬৬ রানে পিছিয়ে থেকেই প্রথম দিনের খেলা শেষ করল বাংলাদেশ। বাংলাদেশের স্কোর ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। বাংলাদেশ এখনও ১৬৬ রানে পিছিয়ে রয়েছে।

এর বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৫.৩ ওভারে ২২২ রানে অল-আউট হয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড-এ দলীয় ১৪ রানেই ফিরে যান করুনারত্নে (৩)। পরে ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। পরে তাইজুলের ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।

ইনিংসের ২৮তম ওভারে পুনরায় মঞ্চে আসন আব্দুর রাজ্জাকের। তার প্রথম বলেই দানুশকা গুনাথিলাকার (১৩) দেওয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক। লাঞ্চ বিরতির পর শ্রীলঙ্কার দলীয় ১০৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৬৮) রাজ্জাকের চতুর্থ শিকার হন। ১ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলাকে (১) বোল্ড করেন তাইজুল।

১১০ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধের চেষ্টা করেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা। ৫২ রানের এ জুটিকে ভাঙেন তাইজুল ইসলাম। এই ঘূর্ণি বোলারের বলে পেরেরার ক্যাচ নেন মুমিনুল হক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৬২ রানে ৭ম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।

দিনের খেলায় স্পিনারদের ভিড়ে একমাত্র পেসার হিসেবে আড়ালেই পড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অবশেষে ইনিংসের ৫৮তম ওভারে তার সেই আক্ষেপ ঘুচল। আকিলা ধনাঞ্জয়াকে (২০) মুশফিকুর রহিমের তালুবন্দি করলেন কাটার মাস্টার। এক ওভার পরেই সেই মুশফিকের হাতেই ধরা পড়লেন রঙ্গনা হেরাথ। ৫৬ রান করা রোশেন সিলভা তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেওয়ার সাথে সাথেই ২২২ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নিলেন রাজ্জাক আর তাইজুল। মুস্তাফিজ ১১ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৭ রানে তুলে নিলেন ২ উইকেটে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি