ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তান জন্মের ৫মাস পরে কোর্টে নেমেই জয় পেলেন সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সন্তান জন্মের পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নেমেই জয় পেলেন যুক্তরাষ্ট্রের টেনিস সেরা তারকা সেরেনা উইলিয়ামস। ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ওয়েলসে ওই ম্যাচে কাজাকিস্তানের জরিনা ডায়াসের বিপক্ষে ৭-৫ ও ৬-৩ গেমে জয় পান তিনি।

গেল বছরের সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা। সন্তান জন্মের বেশ কিছুদিন পর কোর্টে ফিরেন তিনি। তবে সেগুলো কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিলো না। অল্প কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন তিনি।

এই খেলার মাধ্যমে আবারো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরলেন ৩৬ বছর বয়সী সেরেনা। নিজের ১৭ বছরের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েলসে খেলছেন তিনি। টুর্নামেন্টে নিজের শুরুটা ভালো করতে পেরে বেশ খুশী সেরেনা।

তিনি বলেন, ‘এ ম্যাচ নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। দীর্ঘদিন পর কোর্টে ফেরা। কি অবস্থা হয়, তা নিয়েই চিন্তা বেশি ছিলো।

সেরেনা ইতোমধ্যে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এই তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি