ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান ওয়েলস লীগ

বোনের কাছে হেরে গেল সাবেক নাম্বার ওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:১১, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সময়টা ২০১৬ সাল। অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের একক ফাইনালে মুখোমুখি দুই বোন। নিশ্চই, আন্দাজ করতে পারছেন ওই দুই বোন কে। হ্যা ঠিকই ধরেছেন, ওই দুই জোড় হলে সাবেক ওয়ার্ল্ড ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস ও তাঁর বোন ভেনাস উইলিয়ামস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বোন ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সেরেনা।

তবে এবার আর পারলেন না। যদিও ফাইনাল এখনো অনেক বাকি। শিরোপাও অস্ট্রেলিয়া ওপেন নয়। তাই বলে বোনের কাছে এভাবে হেরে যাবেন তা ভাবেন-ই নি। তাইতো হারের পর ঘোষণা দিয়েছেন, নিজেকে অনেক দূর নিয়ে যাবেন। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে সেরেনা বলেন,আমাকে অনেক দূর যেতে হবে। সন্তান জন্মদানের পর ৬ মাসের বিরতিতে যান সেরেনা উইলিয়ামস।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস শিরোপায় সাবেক নাম্বার ওয়ান তারকা নিজ বোনের কাছে ৬-৩, ৬-৪ গোলে হেরে যান। সেরেনা বলেন, সত্যিকার অর্থে ম্যাচটি কঠিন ছিল। এদিকে সহদারার কাছে হেরে শিরোপা থেকে বিদায় নিয়েছেন সেরেনা। অন্যদিকে ভেনাস উঠে গেছেন শেষ ষোলোয়। শেষ ষোলোতে অ্যানাসটাসিজা সেভাসতুভার মুখোমুখি হবেন ভেনাস উইলিয়ামস।

সূত্র: এপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি