ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সালাহকে প্রথম থেকেই পেতে আশাবাদী মিসর কোচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

১৯৯০ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে নাম লেখালো মিসর। রাশিয়া বিশ্বকাপে মোহাম্মদ সালাহকে ঘিরেই দুর্দান্ত কিছু করার স্বপ্ন দেখছিল মিশরীয়রা। কিন্তু গত ২৬ মে তিনি ইনজুরিতে পড়লে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আঁতকে ওঠেন তার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবরে। এর কারণে ফুটবল বিশ্বে এক প্রকার খলনায়কে পরিণত হন সার্জিও রামোস। শেষ পর্যন্ত তাকে হত্যার হুমকিও শুনতে হয়। যার কারণে সপরিবারে তিনি মোবাইল নম্বরই পরিবর্তন করেন।

তবে শঙ্কা পেছনে ফেলে লিভারপুলের এই ফরোয়ার্ডকে নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নিবিড় চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পথেই এই তারকা। মিসর কোচ হেক্টর কুপার মনে করেন, সালাহকে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাবে তার দল। অন্তত একটি ম্যাচে পাওয়া যাবে—এমনটা মনে করেই সালাহকে ২৩ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে।

কোচ কুপার স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি মৌসুমে ইংলিশ লিগের সেনসেশন তার পুনর্বাসনের শেষ ধাপেই আছেন। তার পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে চলেছে। তাই আমরা তাকে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই পেতে চাই। আমার মনে হয় এটি অসম্ভব কিছু নয়।

তবে মিসর সালাহকে ঘিরে স্বপ্ন দেখলেও কোচ কুপার চান তার প্রতি নির্ভরশীলতা কমাতে। তিনি বলেন, সালাহর চোট আমাদের খুব প্রভাবিত করবে না। সালাহ অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সে যদি যথাসময়ে সেরে না ওঠে, তাহলে আমরা তার বদলি খেলোয়াড় নিয়ে তৈরি থাকব।

সর্বশেষ মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করেছেন সালাহ। ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ও তিনি। প্রথম আফ্রিকান হিসেবে এই পুরস্কার জেতার গৌরবটা আরও চমৎকারভাবে তিনি উপভোগ করতে পারবেন, যদি বিশ্বকাপে কিছু করতে পারেন।

উরুগুয়ের বিপক্ষে ১৫ জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মিশরের। ১৯ জুন স্বাগতিক রাশিয়া এবং ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে লড়াই করবে আফ্রিকান দেশটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি