ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের সেরা গোল পাভার্ডের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২৩, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোলটি জড়িয়ে দেওয়া ফ্রান্স ফুটবলার ক্রিস্টিয়ান পাভার্ডের গোলটাই এবারের বিশ্বকাপের সেরা গোল হিসেবে মনোনীত হয়েছে।

ফিফা ওয়েবসাইটে দেওয়া ৩০ লাখ ভোটারের মধ্যে অধিকাংশ ভোট-ই পড়েছে পাভার্ডের করা দ্রুতগতির গোলটি। ডানদিকের কর্নারের দিক থেকে নেওয়া তার বুলেট গতির শটটি গিয়ে জড়ায় আর্জেন্টিনার জালে। এতেই ২-২ সমতায় ফেরে ফ্রান্স।

খেলা শেষে বিস্ময়কর গোল সম্পর্কে পাভার্ড (২২) বলেন, আমি ভাবিনি বলটি জালে গিয়ে জড়াবে। ওই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। ফাইনালে ক্রোয়েশিয়াকেও ৪-২ গোলে উড়িয়ে দেয় জিনেদিন জিদানের উত্তরসূরিরা।

অনলাইন ভোটারদের ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের বিপক্ষে কলম্বিয়ার উইঙ্গার জুয়ান কুইন্টারোর গোলটি। ফ্রিকিক থেকে গোলটি করেছিলেন জুয়ান।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি