ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

যেও না..

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৪০, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যেও না সাথী। সাথী-ই তো। আজ দেড় যুগ হয়ে গেল বার্সেলোনার জার্সি গায়ে খেলছেন লিওনেল মেসি। কি মাঠ, কি টিম হোটেল সবজায়গায়-ই তো বার্সার মধ্যমণি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সতীর্থ, কোচ, স্টাফ থেকে শুরু করেন সবার কাছেই মেসি যেন সাথী। অনবদ্য ব্যক্তিত্ব আর অসীম বন্ধুবৎসল মেসি যেন সাথী হয়ে গেছেন বার্সার। তাই বার্সা ও মেসি হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক।

বার্সেলোনার মুখপাত্র জুসেজ ভাইবস মেসিকে আর্জি জানিয়েছেন, বার্সেলোনা ছেড়ে কোথাও যেন না যায় সে। নো ক্যাম্প ছেড়ে লিওনেল মেসি অন্যত্র যেতে পারে তা কখনো ভাবতে পারেন না ভাইবস। চলতি মাসে রোনাল্ডো জুভেন্টাসে পাড়ি দেওয়ায় গুঞ্জন ওঠে ইন্টার মিলানে যেতে চলেছেন লিও।

এরপরই সাথীকে কোথাও না যেতে আবেদন জানানো শুরু করেন বার্সাপ্রেমীরা। গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন লিওনেল মেসি। চুক্তির শর্তানুযায়ী ২০২০-২১ সালের আগে বার্সা ছাড়তে হলো ক্লাবকে দিতে হবে ৭০ কোটি ইউরো। তবে লিওনেল মেসিকে এতদামেও কিনতে প্রস্তুত বেশ কয়েকটি ক্লাব।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি