ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ফুটবল পাড়ায় যত গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় দল বদলের পালা। না, জাতীয় দলবদল নয়, ঘরোয়া লিগের দলগুলো নতুন নায়কদের পেতে পাটি পেতে বসে এ সময়। প্রতিটি দলড়-ই চায় দলের বোঝাকে ছাটাই করতে। আবার পেতে চায় হটক্যক ফুটবলারদের। তাই এ সময়ে ফুটবল পাড়ায় শুরু হয় জোর গুঞ্জন। এমনই কিছু গুঞ্জন নিয়ে আজকের আয়োজন।

১. চেলসি এবার ইংল্যান্ডের জাতীয় দলের গোলকিপার জর্দান পিকফোর্ডকে চাচ্ছেন। থিবাউ কোরিস রিয়াল মাদ্রিদে চলে যাওয়ায় তাকেই পেতে চাচ্ছে দলটি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে করেই হোক পিকফোর্ডকে দলে বেড়াতে।

২. এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আবারও দলে ফেরাতে চাচ্ছে ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরাকে। এ লক্ষ্যে তারা মাগুইরার বর্তমান ক্লাবকে ৮০ মিলিয়ন ইউরো দিতেও রাজি বলে জানা গেছে।

৩. আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রুহোকে ছেড়ে দিতে চাচ্ছে ম্যানইউ। মাগুইরার জন্য অর্থ যোগাতেই রুহো ও ম্যাটিও দারমিয়ানকে ছেড়ে চাচ্ছে দলটি। রুহোকে দলে বেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওভস।

৪. এদিকে হ্যাজার্ডকে চেলসির অধিনায়কত্ব দিয়ে হলেও দলে রাখতে চায় কোচ মাউরোজিও সারাই। রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি অর্থে তাকে দলে আনতে চায় চেলসি। রিয়াল

৫. জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েলে রুগানি জানিয়ে দিয়েছেন তিনিও পাড়ি দিতে যাচ্ছেন চেলসিতে। তবে তাকে বিক্রিতে অস্বীকার করছে জুভিরা।

৬. চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার উইলিয়াম ৬৬ মিলিয়ন ডলারে পাড়ি দিতে পারেন ম্যানইউতে। এমন গুঞ্জনও শুনা যাচ্ছে।

৭. হ্যাজার্ড, কাভানিকে দলে বেড়াতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোর বিকল্প হিসেবে ইংল্যান্ডের হ্যারি কেইনকেও পেতে চায় দলটির নতুন কোচ।

৮. বার্সা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলছে না। বার্সা ছাড়তে হলে ক্লাবটিকে মেসি দেবেন ৫০০ মিলিয়ন ইউরো।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি