ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ওই অপ্রীতিকর ঘটনার মূলে আমি নই: সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিততে জিততে ৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল আট রান। কিন্তু সেই ম্যাচ তিন রানে হেরে যায় বাংলাদেশ দল। এই হারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানকে দোষারোপ করা হচ্ছিলো বলে জানা যায়।

এ ঘটনায় উত্তেজিত হয়ে ফেসবুকে দুই ভক্তকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠে সাব্বির রহমানের বিরুদ্ধে। ব্যাপারটা বিসিবি পর্যন্তও পৌঁছে যায়। তারা বিষয়টা খতিয়ে দেখছে বলেও জানিয়েছে। এরই মধ্যে এ ঘটনায় জন্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সাব্বির রহমান। এই ব্যাটসম্যানের দাবি, এই সময়ে তার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছিল। রোববার নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি একথা বলেন।

সাব্বির রহমান ফেসবুকে লেখেন, এটা প্রত্যেকের নোটিশের মধ্যে আনা হচ্ছে যে আমার ফেসবুক (FB) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ কারণে কিছুদিন যাবৎ আমাকে ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনার যে জন্ম হয়েছে, তার মূলে আমি নই। সেজন্য আমি ভক্তদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমার অনুরাগীদের কাছ থেকে দেওয়া ভালবাসাকে আমি যতটা সম্মান করি, ততটা আমি বুঝতে পারি যে আমার খারাপ পারফরম্যান্সের জন্য আমার সমালোচনা করা হবে। আমি খেলার ওপর সত্যিই কঠিন কাজ করছি। আমাকে আপনাদের প্রার্থনার মধ্যে রাখুন এবং আমি যতটা সম্ভব চেষ্টা করবো।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি