ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

৩ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারি মাসে নিউ জিল্যান্ডে সফরে যাবে টিম বাংলাদেশ। ২০০৩ সালে পাকিস্তান সফরে প্রথমবার ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে খেলেছিল শ্রীলঙ্কায়। আর সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে।

জানা গেছে, নেপিয়ারে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে শুরু টাইগারদের যাত্রা। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। তবে এবারের সফরে কোনো টি-২০ সিরিজ পাচ্ছে না টাইগাররা।

এ ছাড়া হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ ওয়েলিংটনে আর তৃতীয় টেস্ট ১৬ মার্চে টেস্ট ক্রাইস্টচার্চে। জানা গেছে বছরের শেষ সময় থেকেই ব্যস্ত সময় পাড় করবে টাইগাররা। ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ম্যাশ বাহিনী। এ ছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে সাবিক-তামিমরা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি