ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দাপুটে জয় বাংলাদেশ ‘এ’ দলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৩, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আয়ারল্যান্ডকে হেসেখেলেই হারালো বাংলাদেশ ‘এ’ দল। ৮৭ রানে হারিয়েছে মমিনুলের দল এখন সিরিজে ১-০ তে এগিয়ে।

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে স্থানীয় সময় শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ ৫০ ওভারে করে ২৮৯ রান। উলভস অলআউট ২০২ রানে।

টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছিলো বাংলাদেশ ‘এ’দল। জাকির হাসানের ৯২, ফজলে মাহমুদের ৫৩ ও আল-আমিনে ৪৭, সাইফের ৩৭ ও অধিনায়ক মুমিনুলের ২৩ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে বাংলাদেশ ‘এ’দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের চেজ ও কেন ৩টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৪৬ দশমিক ৩ ওভারে ২০২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে কেন ৪৯ ও গেটকেট ৩৮ রান করেন। ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট খালেদ, সানজামুল ও সাইফ উদ্দিনের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮৯/৬ (সাইফ ৩৭, জাকির ৯২, আল আমিন ৪৭, ফজলে রাব্বি ৫৩, ; চেইস ৩/৬৩)।

আয়ারল্যান্ড উলভস: ৪৬.৩ ওভারে ২০২ (টমসন ২৩, টেক্টর ২৩, গেটকেইট ৩৮, টাকার ২১, কেইন ৪৯ ; খালেদ ২৭/২, সানজামুল ৩৫/২, শরিফুল ৪০/৩, সাইফ উদ্দিন ৩৪/২)।

ফল: বাংলাদেশ ‘এ’ ৮৭ রানে জয়ী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি