ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মাইন্ডসেট বদলে দিয়েছে দলের চেহারা: সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে সমতা এনেছে টাইগাররা।আর এ জয়ের মাধ্যমে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

আজ রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। অবশেষে তাদের বিরুদ্ধে ১২ রানের জয় তুলে নেয় টাইগাররা।

এ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বাস রেখেছিলাম আমরা জিততে পারি। এটা সবার মনে থাকাতেই আমরা সিরিজে ফিরতে পেরেছি। মাইন্ডসেট বদলে দিয়েছে দলের চেহারা।’

আগামীকালের ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘আগামীকাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আশা করি মাঠে আরও বেশি দর্শকের সমাগম ঘটবে এবং আমাদের সমর্থন যোগাবে। আজও অনেক দর্শক এসেছে, তাদের ধন্যবাদ জানাই।’

সোমবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি