ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আরেকটি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি সিরিজ জয়ের সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজের পর আবারও একটি সিরিজ জয়ের সুযোগ এসেছে সফরকারীদের সামনে।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ৬টায় ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ম্যাচটিতে জিততে পারলে ২০১২ সালের পর বিদেশের মাটিতে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জেতা হবে টাইগারদের। সে বছর আয়ারল্যান্ডকে তাদেরই মাটিতে ৩-০ তে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেই বাজে অবস্থায় থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর ওয়ানডে সিরিজ জয় করে মাশরাফির নেতৃত্বে থাকা বাংলাদেশ।  তবে সেই সিরিজের প্রথম ম্যাচেও শোচণীয় পরাজয় হয়েছিল বাংলাদেশের। চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ১২ রানের জয় পাওয়া বাংলাদেশের অবশ্য আত্মবিশ্বাসই ভরসা।

সোমবার সকালের ম্যাচে প্রতিপক্ষ ক্যারাবিয়ান শিবিরেই চাপের বোঝা বেশি থাকবে বলে মনে করেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। আজকের ম্যাচ জয়ের পরেই সাংবাদিকদের তিনি বলেন, “আমরা যেভাবে ওয়ানডে সিরিজ শেষ করেছি তারপর প্রথম টি-২০ ম্যাচে হয়তো ভালো করতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের পর ক্যারাবিয়ানরাই চাপে থাকবে। আমাদেরকে শুধু আমাদের সবগুলো অপশনে ক্লিক করে যেতে হবে”।

তবে অবস্থা যাই হোক, ক্যারাবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় মোটেও সহজ হবে না। একে তো বাংলাদেশের থেকে র‍্যাংকিং এ বেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এর ওপর সীমিত ওভারের এই ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ।   তাই ২০১২ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ানদের পক্ষ থেকে শক্ত প্রতিরোধ আসবে বুঝেই নিজেদের ছক কষছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে দলে পরিবর্তন আনতে পারে ম্যানেজমেন্ট। লাগাতার ব্যর্থ লিটন দাস ও সৌম্য সরকারের মধ্যে থেকে বাদ পরতে পারেন অন্তত একজন। যিনি বাদ পরুক না কেন মূল একাদশে ডাক পেতে পারেন মোসাদ্দেক। দলের ঘনিষ্ঠ এক সূত্র জানান এমনটাই।

পরপর দুই দিনে দুইটি টি-২০ ম্যাচে মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে শেষ পর্যন্ত শিরোপা পায়; সেটিই এখন দেখার বিষয়।

 //এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি