ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

৭ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০১, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

টাইগার বোলারদের বোলিং নৈপুণ্যে জয়ের স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ। বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান একাই তুলে নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া স্যামুয়েলসকে বিধ্বংসী হয়ে উঠার আগেই বোল্ড করেন টাইগার দলপতি সাকিব। রুবেলও আছেন ছন্দে। সৌম্য দেখিয়েছেন কারিশ্মা। সব মিলিয়ে বোলিংদের নৈপুন্যে ১৩৫ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। 

শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন কাটার বয় মুস্তাফিজুর রহমান। ডানা মেলার আগেই আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিয়ে উইন্ডিজ শিবিরে কাঁপুনি ধরিয়ে দেন মুস্তাফিজ। শুধু ফ্লেচার-ই নয়, ফিরিয়ে দিয়েছেন পাওয়েল ও দানব হয়ে উঠা আন্দ্রে রাসেলকেও। 

পরের ওভারেই ক্রিজে তিতু হতে যাওয়া ওয়াল্টনকেও ফিরিয়ে দেন সৌম্য সরকার। ফুলটস বল ওভার বাউন্ডারি খেলতে গিয়ে সাব্বির রহমানের তালুবন্দি হন ওয়াল্টন।

ওপেনিং জুটিতে ওয়াল্টন ও ফ্লেচার ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন। তবে তাদের রুখে দেন সৌম্য-মুস্তাফিজ। এরপরই ব্যাটিংয়ে নামে প্রথম ম্যাচে টাইগারদের হারিয়ে দেওয়া মারলন স্যামুয়েলস। বিপজ্জনক ব্যাটসম্যান স্যামুয়েলসকে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা নেন টাইগার অধিপতি সাকিব আল হাসান।

১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১১.১ ওভারে ১৩৫ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে টাইগাররা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। আগের ম্যাচে ১৭১ রান তোলা টাইগাররা এ ম্যাচে করেন ১৮৪ রান। 

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি