ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বেতন বাড়লো পাক ক্রিকেটারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেটারদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন চুক্তিতে বেতন কমপক্ষে ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে তাদের। এছাড়া ম্যাচ ফিও বাড়ছে আগের চেয়ে ২০ শতাংশ।

পাঁচ ক্যাটাগরিতে ৩৩ জন খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় ও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কারস্বরূপ সরফরাজ-ফাখরদের বেতন-ভাতা বাড়বে তা অনুমেয়ই ছিল। তবে টাকার অঙ্কটা প্রকাশ করেনি বোর্ড।

এদিকে এবারের চুক্তি থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’তে নামিয়ে দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’তে জায়গা পেয়েছেন বাবর আজম। ফাখর জামান ও শাদাব খান ‘সি’ থেকে উঠে এসেছেন ‘বি’তে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা
ক্যাটাগরি এ : আজহার আলী, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ ও মোহাম্মদ আমির।
ক্যাটাগরি বি : ফাখর জামান, ফাহিম আশরাফ, শাদাব খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ ও হাসান আলী
ক্যাটাগরি সি : ওয়াহাব রিয়াজ, শান মাসুদ, হারিস সোহাইল, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান ও মোহাম্মদ আব্বাস।
ক্যাটাগরি ডি : রুম্মন রাইস, আসিফ আলী, উসমান সালাহউদ্দিন, হুসাইন তালাত ও রাহাত আলী
ক্যাটাগরি ই : বিলাল আসিফ, সা’আদ আলী, মীর হামজা, উমাইদ আসিদ, মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, শাহীন শাহ আফ্রিদি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি