ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইনজুরিতে ছিটকে গেলেন ডু প্লেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সফর থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাঁধের ইনজুরির কারণে বাড়ি ফিরতে হচ্ছে প্রোটিয়া এই তারকাকে। দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারবেন না তিনি।

রোববার সিরিজের তৃতীয় ম্যাচে খেলার দশম ওভারে ডাইভিং ক্যাচ নিতে গিয়ে কাঁধের চোটে পড়েন ডু প্লেসি। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গিয়েছে কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে।

ডু প্লেসির ইনজুরির খবর জানিয়ে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, ‘ডান হাতের কাদঁধে বেশ গুরুতর আঘাত পেয়েছে ফাফ (ডু প্লেসি)। যার ফলে সফরের বাকি অংশে আর মাঠে পাওয়া যাবে না তাকে। পুরোপুরিভাবে সুস্থ্য হয়ে ফিরতে ছয় সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যতে হবে ফাফকে। তার ফেরার তারিখ বা সময়টা এই পুনর্বাসন প্রক্রিয়ার মাঝেই জানা যাবে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি