ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলেন টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দেড় মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশের মাটিতে ফিরেছেন টাইগাররা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লিটন-মোস্তাফিজরা। শিষ্যদের সঙ্গে ফিরেছেন কোচ স্টিভ রোডসও।

তবে আসেননি বেশ কজন সিনিয়র ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষে ছুটিতে আছেন মাশরাফি। ছুটি নিয়েছেন তামিম-সাব্বিররাও। আর মাহমুদউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। এবারের সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলবেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত সেখানে খেলবেন মিস্টার কুল। তাই তাদের ছাড়াই ফিরতে হলো বাকিদের।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর সফল হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ২-১ ব্যবধানে জিতে নেয় তিন ম্যাচ সিরিজ। এ নিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেয় তারা। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রথমটি হারলেও দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানে তিন ম্যাচ সিরিজ ঘরে তোলে সফরকারীরা। এতে ঘোচে ৬ বছরের আক্ষেপ। অর্ধযুগ পর দেশের বাইরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণের সিরিজ জেতেন তামিম-সাকিবরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি