ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নিজে তো গেছেন, এবারকে মার্সেলোকেও চাইছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

৯ বছরের সম্পর্ক ভেঙ্গে রেকর্ড পরিমাণ অর্থে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যোগ দিয়েই ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফিসহ লীগ শিরোপাও জিততে এসেছেন। এবার সেই দলে নিতে চলেছেন সাবেক সতীর্থ মার্সেলোকে।

ইতালিয়ান মিডিয়ার খবর, মার্সেলোকে তুরিনের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী করে তুলেছেন এই উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিক’ শিরোপা জেতার দিনকয়েক পরই রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। এরপর থেকেই ভাঙনের সুর সান্তিয়াগো বার্নাব্যুতে।

এরইমধ্যে মার্সেলোর সঙ্গে রোনালদোর যোগাযোগ হচ্ছে জুভেন্টাসে আসা নিয়ে। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থকে তুরিনে আনার চেষ্টাও নাকি করছেন পর্তুগিজ অধিনায়ক। দুজনের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে, যেখানে মার্সেলো জুভেন্টাসের ড্রেসিং রুম ও পরিবেশের ব্যাপারে জানতে চাইছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে। ব্রাজিলিয়ান লেফটব্যাক ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিষয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন বলেও ছেপেছে সংবাদমাধ্যমটি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি