ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ব্যাটিংয়ে শনির দশা, ১৫ রানেই শেষ ৩ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ব্যাটিংয়ে শনির দশা ভর করেছে। ইনিংসে কোনো রান যোগ না করতেই মুরালি বিজয়কে ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডারসন। এর পরের শিকার লোকেশ রাহুল। আর রানের খাতায় এক রান যোগ করতেই ফিরে গেছেন চেতেশ্বর পূজারা। এভাবে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ।

প্রথম ম্যচের মতো দ্বিতীয় ইনিংসেও তাণ্ডব দেখাচ্ছে ইংলিশ বোলাররা। ইংলিশ গোলায় বিধ্বস্ত হচ্ছে ভারতীয় শিবির। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫ রান। এরইমধ্যে তিন উইকেট হারিয়ে মারাত্মক চাপে রয়েছে দলটি।

এদিকে ৩ রান করে ক্রিজে টিকে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এরপরই লন্ডনের মাটিতে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।  এদিকে নাটকীয় জয় নিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে টিম ইংল্যান্ড। 

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি