ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চেলসির সহজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আন্তোনিও কন্তেহীন চেলসি শুরু করল জয় দিয়েই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতল টটেনহ্যাম, বোর্নমুথ, ক্রিস্টাল প্যালেস এবং ওয়াটফোর্ডও।

শনিবার জন স্মিথ স্টেডিয়ামে চেলসির নতুন কোচ মাওরিজিও সারি অভিষেক ম্যাচ খেলিয়ে দিলেন গোলরক্ষক কেপা আরিজাবালাকে। ০-৩ গোলে তারা হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে।

দলের অন্য নতুন মুখ জর্গিনহো ১-০ করলেন পেনাল্টি থেকে গোল করে। চেলসির অন্য দু’টি গোল পেদ্রো ও এনগোলো কঁতের।

ম্যাচের ৩৪তম মিনিটে প্রথম গোল করেন এনগোলা কান্তে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন জর্জিনহো এবং ৮০তম মিনিটে তৃতীয় গোল করেন পেদ্রো।

এমনিতে চেলসি গত রোববার কমিউনিটি শিল্ড ফাইনালে ০-২ হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে। কিন্তু ইপিএলের প্রথম ম্যাচে তাদের জিততে কোনও অসুবিধা হয়নি।

ম্যাচের পরে উল্লসিত সারি বলেন, ‘সত্যিই আমি দারুণ খুশি, মৌসুমের শুরুটা এমন সুন্দরভাবে হওয়ার জন্য। কারণ পয়েন্ট এত সোজা নয় কারও জন্য।’

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি