ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নেইমারের গোলে বড় জয় পিএসজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ লিগের প্রথম ম্যাচে গতরাতে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে।

এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পরে পিএসজির প্রথম একাদশে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দলের জয়ে প্রথম গোলটিই করেন তিনি। ম্যাচের দশম মিনিটে ক্রিস্টোফার এঙ্ককুর পাস থেক বল জালে জড়ান নেইমার।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে পিএসজি। ৩৫তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে আলতো টোকায় বল জালে জড়াল আদ্রিয়ান রাবিওত। দ্বিতীয়ার্ধের ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমো উইয়াহ।

সূত্র : গোলডটকম।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি