ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

মেয়েদের সামনে ইতিহাসের হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিগত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলের পতাকা বহন করছে কিশোরীরা। সাফল্যের ভেলায় ভাসা মেয়েদের সামনে ইতিহাসের হাতছানি। টানা দ্বিতীয়বার ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় আঁখি খাতুন-শামসুন্নাহাররা। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি গোলাম রব্বানী ছোটনের দল।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। গত ডিসেম্বরে কমলাপুর স্টেডিয়ামে এই ভারতকে হারিয়েই প্রথম কিশোরী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিজয়ের মাসে উড়েছিল লাল-সবুজের পতাকা। এবার শোকের মাসকে শক্তিতে পরিণত করার পালা। আরেকবার জেগে ওঠার পালা। দুরন্তপনা কিশোরীদের পানে তাকিয়ে গোটা দেশ। বাংলাদেশের ফুটবলের যে কোনো পর্যায়ে টানা দু`বার সাফের ট্রফি হাতে নেওয়ার অপেক্ষায় মারিয়া মান্ডা-মনিকা চাকমারা। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কিন্তু বাংলাদেশের প্রেরণায় সাম্প্রতিক পারফরম্যান্স এবং অতীত পরিসংখ্যান। দুই আসর মিলিয়ে সাফের সাত ম্যাচে একটি গোলও হজম করেনি মেয়েরা। প্রতিপক্ষের জালে ৩৫ বার বল পাঠিয়ে নতুন উচ্চতায় বাংলার কিশোরীরা। প্রতিবেশী ভারতকে গত আসরে দু`বার হারিয়েছিল। রাউন্ড রবিন লীগের খেলায় ৩-০ গোলে আর ফাইনালে শামসুন্নাহারের স্বপ্নিল গোলে তো শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো দেশ। ইতিহাসকে প্রেরণা হিসেবে নিয়েই নামছে ছোটনের দল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি