ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নেইমারকে পেতে মরিয়া রিয়াল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অতীতে বহু দেন-দরবার করেও নেইমারকে দলে ভেড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।তবু পিছপা হয়নি স্প্যানিশ জায়ান্টরা।তাকে পেতে এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দরকার হলে ৩০০ মিলিয়ন ইউরো গুনতেও প্রস্তুত লস ব্লাঙ্কোরা।

গত ১০ জুলাই রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে ভেড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জায়গাটা কেউ পূরণ করতে পারছেন না।সেটা ভালোভাবে ফুটে উঠেছে উয়েফা সুপার কাপে। নাকানি-চুবানি খেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে শিরোপা খুইয়েছে গ্যালাকটিকোর।

এরপর যেন বিপাকে পরেন  রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। যেকোনো মূল্যে রোনালদোর শূন্যতা পূরণে মরিয়া তিনি।আর সেই জায়গায় তার প্রথম পছন্দ নেইমার। ব্রাজিলের এই তারকাকে পেতে ক্লাবের অর্থের একাংশ খসিয়ে দিতে প্রস্তুত প্রেসিডেন্ট।

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের খবর, নেইমারকে পেতে ৩০০মিলিয়ন ইউরো গুনতেও প্রস্তুত রিয়াল।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার কোটির টাকারও বেশি।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড(২২২ মিলিয়ন ইউরো)গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার।সেই অর্থ সঠিক পথে লেনদেন হয়েছে কি না-তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।সেটি খতিয়ে দেখছে উয়েফা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি